মার্কিন মহিলা সারা,সম্প্রতি সেদেশের অন্যতম জনপ্রিয় শো 'লাভ ডোন্ট জাজ'-এ অংশ নিয়ে ফাঁস করেন তাঁর পুরষ সঙ্গীর সমকামী সম্পর্ক।এতে অবশ্য অসন্তুষ্ট নন সারা। উল্টো খুব খুশি।থাকেন একই ছাদের তলায়।
সারার পুরুষ সঙ্গী জেমস। তাঁদের সম্পর্ক ৯ বছরের। এর মধ্যেই তাঁদের জীবনে প্রবেশ করে হান্টার। এই হান্টারই বর্তমানে জেমসের সমকামী পার্টনার।
ভিডিও দেখতে: https://www.youtube.com/watch?v=VNhefF-TG4U
লাভ ডোন্ট জাজ' শো-তে সারা জানান, হাই-স্কুলে তাঁর সঙ্গে জেমসের প্রথম সাক্ষাৎ। সেই সময় থেকেই তাঁদের একসঙ্গে বেড়ে ওঠা। এরপর কলেজে পড়াকালীন তাঁদের দূরত্ব বাড়ে। পরে, তাঁরা দু'জনই আবার একসঙ্গে হয়েছিলেন। গত নয় বছর ধরে সারা ও জেমস একসঙ্গেই থাকেন। সবই ঠিক-ঠাক চলছিল। হটাৎই উদয় হন সারার প্রিয় বন্ধু হান্টার। সারা ও জেমসের মেলামেশা বাড়ে হান্টারের সঙ্গে।
কিছু দিন পর সারা উপলোব্ধি করেন হান্টারের, জেমসের প্রতি প্রেমের অনুভূতি রয়েছে। সে আসলে সমকামী।
ফুয়াদ