ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

হিমি

ভাইকে আমার খুবই ভালো লাগে

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২২:১৬, ১৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ২২:২০, ১৩ জানুয়ারি ২০২৫

ভাইকে আমার খুবই ভালো লাগে

অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিকে অভিনেতা নিলয় আলমগীর সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "নিলয় ভাইকে আমার খুবই ভালো লাগে। কোনো কাজের ব্যাপারে সাহায্য চাইলে তিনি সবসময় সহযোগিতা করেন। সহ-অভিনেতা এবং বন্ধু হিসেবে তিনি অত্যন্ত ভালো। এমনকি আমার অভিনয়ের কোচ হিসেবেও তাকে পছন্দ করি।"

হিমি ও নিলয় আলমগীর একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন, যা দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে। তাদের পেশাদারিত্ব ও পারস্পরিক সমঝোতা কাজের মান বাড়িয়েছে বলে মনে করেন সহকর্মীরা।

উল্লেখ্য, জান্নাতুল সুমাইয়া হিমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন।  অন্যদিকে, নিলয় আলমগীর ছোট পর্দার একজন সুপরিচিত অভিনেতা, যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। 

তাদের এই পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব ভবিষ্যতে আরও সফল প্রকল্পে রূপ নেবে বলে আশা করছেন ভক্তরা।

জাফরান

×