‘রিকশা গার্ল’ সিনেমার একটি দৃশ্যে নভেরা রহমান
অবশেষে মুক্তি পাচ্ছে অমিতাভ রেজা চৌধুরীর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রিকশা গার্ল’। যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে নির্মিত এই সিনেমা ২০২০ সালে দেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে বদলে যায় সেই পরিকল্পনা। এরই মধ্যে ‘রিকশা গার্ল’ সিনেমাটি দেশ-বিদেশের চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে। এবার ২৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে।
অমিতাভ রেজা চৌধুরীর প্রথম নির্মাণ ‘আয়নাবাজি’ বাজিমাতের পর থেকে দর্শক অপেক্ষা করছিল নতুন সিনেমার জন্য। অবশেষে তাদের সেই অপেক্ষা ঘুচতে চলল। ১২ জানুয়ারি ‘রিকশা গার্ল’ সিনেমার নতুন ট্রেইলার প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে সিনেমাটির মুক্তির তারিখ। ২৪ জানুয়ারি থেকে দেশের সিনেমা হলগুলোতে দর্শক উপভোগ করতে পারবেন ‘রিকশা গার্ল’।
শিল্পীমনা নারী নাঈমাকে ঘিরে ‘রিকশা গার্ল’ সিনেমার গল্প আবর্তিত। সে ছবি আঁকতে পছন্দ করে কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হন। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই নাঈমা কোনো উপায় না পেয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হয়। জটিল হতে থাকে সিনেমার গল্প। প্রশ্ন এসে দাঁড়ায়, নাঈমা কীভাবে তার স্বপ্ন পূরণ করবে।
‘রিকশা গার্ল’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। এ ছাড়াও রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে। নাঈমার মায়ের চরিত্রে দেখা যাবে মোমেনা চৌধুরী ও বাবার চরিত্রে নরেশ ভূঁইয়াকে। ‘রিকশা গার্ল’ সিনেমার ডিজিটাল পার্টনার হিসেবে আছে বঙ্গ।