ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

সিদ্ধার্থকে নিয়ে হিংসার আগুনে পুড়ছিলেন এই নায়ক!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৯:৪৩, ১৩ জানুয়ারি ২০২৫

সিদ্ধার্থকে নিয়ে হিংসার আগুনে পুড়ছিলেন এই নায়ক!

সিদ্ধার্থ

২০১২ সালে বলিউডে অভিষেক হয়েছিল বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রার, করণ জোহরের ছবি স্টুডেন্ট অফ দ্য ইয়ার-এর হাত ধরে। কিন্তু জানেন কি? সহ-অভিনেতা সিদ্ধার্থকে দেখে নাকি প্রথম থেকেই মনের ভেতর একধরনের হিংসা বোধ করেছিলেন বরুণ! সম্প্রতি শুভঙ্কর মিশ্রার সঙ্গে এক ইউটিউব সাক্ষাৎকারে বরুণ শেয়ার করেন এই মজার অভিজ্ঞতা।

বরুণ বলেন, "সিদ্ধার্থ লম্বা, চওড়া, খুবই ভালো দেখতে। ছবিতে দু’জন নায়ক ছিল, আর আমি ভেবেছিলাম ও এত ভালো দেখতে যে সবাই শুধু ওকেই দেখবে। আমাকে কি কেউ খেয়াল করবে? আমার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে?"

বরুণ আরও জানান, এই ছবির মুক্তির সময় থেকেই ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণ নিয়ে যে আলোচনা শুরু হয়েছিল, তার ধাক্কাও তাকে সামলাতে হয়েছিল। তবে তিনি বলেন, তার জায়গা তৈরি করতে পরিশ্রম এবং আত্মবিশ্বাসই ছিল তার আসল অস্ত্র।

স্বীকারোক্তি যেমন মজার, তেমনই ইঙ্গিতপূর্ণ! বলিউডের প্রতিযোগিতার মঞ্চে প্রতিভাই যে আসল বিচারক, তা যেন বরুণের গল্পেই স্পষ্ট।

জাফরান

×