ছবিঃ নিপা আহমেদ রিয়েলি (সংগৃহীত)
সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে নবাগত নায়িকা নিপা আহমেদ রিয়েলি তার সিনেমা 'মেকআপ' ও শুটিংয়ের মজার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। শাবনুরের ডায়লগ শেয়ার করে মজার অভিজ্ঞতা শোনালেন ,আলাপচারিতার মাঝে তিনি উল্লেখ করেন, “আগে প্রেমের মাঠ ছোট ছিল, এখন মডার্ন হয়েছে, এখন একসাথে অনেককে ভালবাইসা দৌড়াদৌড়ি করা যায়।”
এই ডায়লগটি মূলত প্রখ্যাত চিত্রনায়িকা শাবনুরের একটি জনপ্রিয় উক্তি, যা নিয়ে নিপা বেশ হাস্যরস করেন। শোতে উপস্থিত সবাই বিষয়টি উপভোগ করেন। নিপার এমন প্রাণবন্ত ও সহজ-সরল উপস্থাপনা দর্শকদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে।
জাফরান