ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

জামায়াত আমিরের কথার সঙ্গে কাজের মিল দেখতে চাই: মারিয়া কিসপেট্টা

প্রকাশিত: ১৬:২৭, ১৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৭:৫৭, ১৩ জানুয়ারি ২০২৫

জামায়াত আমিরের কথার সঙ্গে কাজের মিল দেখতে চাই: মারিয়া কিসপেট্টা

মারিয়া কিসপট্টা

সম্প্রতি এক সাক্ষাৎকারে জামায়াত আমির সম্পর্কে মডেল মারিয়া কিওপেট্রা বলেন, জামায়াত আমিরের কথায় ও কাজে কোন মিল নেই।

সাক্ষাৎকারের এক অংশে তাকে প্রশ্ন করা হয় সামনে নির্বাচন। জামায়াত আমির বলেছেন, মেয়েরা যা খুশি কাপড় পড়তে পারবে তাতে তাঁদের কোন সমস্যা নেই। এ বিষয়টিকে তিনি কিভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত আমিরের কথায় ও কাজে কোন মিল নেই। তিনি আরও বলেন, এক ভিডিওতে তিনি দেখেছেন অনেক মুসল্লিররা একসাথে মাইকিং করছেন বাজারে মেয়ে মানুষ আসতে পারবে না। যদি তারা আসে তাহলে তাদের যেন ঘরে পাঠিয়ে দেয়া হয়। এবং সকল দোকানের সামনে পর্দা দিতে বলা হয়েছে।

তিনি বলেন, জামায়াতে আমির বলেছেন মেয়েরা তাদের স্বাধীন মতো চলতে পারবে আবার এদিকে তাদের ঘরের বাইরে যাওয়া নিষেধ। উনার তো কথায় আর কর্মকান্ডে কোন মিল নেই।

তিনি আরও বলেন, আমরা এরকম কথা না শুনে একশন দেখতে চাই৷

সাক্ষাৎকারে মারিয়া আরও বলেন, গত ৫ মাস ধরে তাদের কোন কাজ নেই৷ সেভিংস ও শেষের দিকে। নতুন যারা কাজ করতে এসেছিলো তাদের অবস্থা আরও খারাপ।

প্রসঙ্গত, দুই দশক ধরে বাংলাদেশের প্রথম সারির র‌্যাম্প মডেল হয়ে কাজ করছেন মারিয়া কিসপট্টা। সত্য ও স্পষ্টভাষী হওয়ায় মিডিয়ায় প্রায়ই আলোচনায় থাকেন মডেল মারিয়া। কয়েক মাস আগে মিডিয়ায় আলোচনায় এসেছিলেন তারকাদের ‘সুগার ড্যাডি’-র কথা ফাঁস করে।

সূত্র: https://youtu.be/2z7f7DnodP4?si=iRQ98zHnZ9Rdmws8

ইসরাত

×