ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

আমি এখন জিম্মি: জয়

প্রকাশিত: ১৫:৩৭, ১৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৫:৪১, ১৩ জানুয়ারি ২০২৫

আমি এখন জিম্মি: জয়

ছবি: সংগৃহীত

ঢালিউড অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। নানান উত্থান-পতন, সাফল্য আর ব্যর্থতায় যা অর্জিত হয়েছে, তা অভিজ্ঞতা বলে জানিয়েছেন তিনি। 

আলোচিত-সমালোচিত এ অভিনেতা বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে কাজ করছেন। এ অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রশ্ন করার জন্য হরহামেশাই সংবাদের শিরোনাম হয়ে থাকেন তিনি। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি একটি পোস্ট দিয়েছেন এ অভিনেতা। সেটি পাঠকদের জন্য তুলে ধরা হলো—

শাহরিয়ার নাজিম জয় লিখেছেন— অভিনয় ক্যারিয়ারের ২৫ বছর পার করলাম। নানান উত্থান-পতন সাফল্য এবং ব্যর্থতায় যা অর্জিত হয়েছে, তা হচ্ছে— অভিজ্ঞতা।  তিনি বলেন, মাঝে আলোচিত উপস্থাপক হওয়ার কারণে প্রচুর দর্শক পরিচিতির পাশাপাশি পেয়েছি আপনাদের অজস্র অভিমান। আহ! যদি শুধু অভিনেতাই  হতে পারতাম, তা হলে হয়তো শুধু ভালোবাসাটাই পেতাম।

এক বুক অভিমান নিয়ে  এ অভিনেতা আরও লিখেছেন— অভিমান আর ঘৃণা না পেলে জীবনটা আরও মধুর হতো। একজীবনে শতজীবনের বৈচিত্র্য নেওয়ার সুযোগ অভিনয় ছাড়া আর কোনো কাজে নেই। আমি এখন জিম্মি। বলেন তো জিম্মি  কি বলেও প্রশ্ন করে জানান শাহরিয়ার নাজিম জয়।

 

শিহাব

×