ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

জয়া আহসানের ডাইনী রূপ: ’বেসুরা’ পর্বে চমকপ্রদ অভিষেক!

প্রকাশিত: ০৮:৫৮, ১৩ জানুয়ারি ২০২৫

জয়া আহসানের ডাইনী রূপ: ’বেসুরা’ পর্বে চমকপ্রদ অভিষেক!

নুহাশ হুমায়ূনের '২ষ' এর প্রতিটা গল্প এক একটা বিবেক জাগানোর গল্প।সম্প্রতি ‘ষ’ দ্বিতীয় সিরিজের ‘বেসুরা’ পর্বের ট্রেলার প্রকাশ পেয়েছে।নুহাশ হুমায়ূন ও গুলতেকিন খান মিলে ভীষণ শক্তিশালী গল্প লিখেছেন।গল্পের ডাইনি চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ক্যামিও চরিত্র হিসেবে দেখা যাবে এই অভিনেত্রীকে।


জয়ার এক ভক্ত বলেছেন“ডাইনী চরিত্রটি স্ক্রিনে আসার পর অন্তত দুই মিনিট আমি বুঝতেই পারিনি, এটা জয়া আহসান। ট্রেলারেও সেই রহস্য উন্মোচিত হয়নি। স্তব্ধ করে দেওয়ার মতো অভিনয়! মনে হচ্ছিলো যেন বহুদিন ধরে অন্ধকার গুহায় বাস করা কোনো অপার্থিব সৃষ্টি। নুহাশ আজ পর্যন্ত তার দর্শকদের কখনও হতাশ করেননি, আর এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন।”

ডাইনি চরিত্রে অভিনয় সম্পর্কে জয়া আহসান বলেন, “দর্শকরা জানেন, আমি সাধারণত ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে ভিন্নধর্মী চরিত্রে কাজ করতে পছন্দ করি, আর গল্পটা আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ। নুহাশ হুমায়ূন ও গুলতেকিন খান দুর্দান্ত এক শক্তিশালী গল্প লিখেছেন। আমি ক্যামিও চরিত্রে অভিনয় করেছি, যদিও চরিত্রটা ছোট, তবুও এর প্রভাব অনেক বেশি।”

নুহাশ হুমায়ূন জানান, কনটেন্টটি এডিট করার সময় প্রথমে এডিটরও বুঝতে পারেননি যে, ডাইনি চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। এ জন্য অভিনেত্রী কৃতিত্ব দিয়েছেন মেকআপ আর্টিস্ট, নির্মাতা এবং সিনেমাটোগ্রাফারকে।

এই পর্বে আরও অভিনয় করেছেন সুমাইয়া শিমু, ইসলাম উদ্দিন পালাকার, এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমান, সায়েম উদ্দীন, অনিমেষ দাস, স্নিগ্ধা দেবী, আর্নিকা দেবী অর্থি, মোহাম্মদ ফাইয়ান ওয়াহিদ, রাজদীপ দাশ, বীণা দাশ গুপ্তাসহ আরও অনেক।

আফরোজা

×