ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

প্রেম ছিল না, বেস্ট ফ্রেন্ডকেই বিয়ে করেছি: পড়শী

প্রকাশিত: ২৩:৩৫, ১২ জানুয়ারি ২০২৫

প্রেম ছিল না, বেস্ট ফ্রেন্ডকেই বিয়ে করেছি: পড়শী

ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী সম্প্রতি নিজের বিয়ের খবর প্রকাশ্যে এনে ভক্তদের চমকে দিয়েছেন। গত বছরের ৪ মার্চ যুক্তরাষ্ট্রপ্রবাসী হামিম নীলয়কে বিয়ে করেন তিনি। এতদিন পর এই খবর সামনে আসায় আলোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে।

 

আজ রোববার ১২ (জানুয়ারি) সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে পড়শী জানিয়েছেন, ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় হামিম নীলয়ের সঙ্গে তার প্রথম পরিচয় হয়েছিল। তবে সেটা কখনো প্রেমের সম্পর্ক ছিল না। পড়শী বলেন, জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে। পারিবারিক সিদ্ধান্তেই আমরা একে অপরের জীবনে এসেছি।

হামিম নীলয় বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকেন। ঢাকায় স্বল্প সময়ের সফরে এসে দুই পরিবারের সম্মতিতে আক্‌দ সম্পন্ন করেন তারা। পড়শী জানান, আমরা ভেবেছিলাম পরিবারের সদস্য ও কাছের মানুষদের নিয়ে সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করব। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় একটু বিব্রত হলেও আনন্দিত।

 

প্রথম আলোর এক সাক্ষাৎকারে পড়শী বলেন,  নীলয়ের সঙ্গে প্রেম ছিল না, বেস্ট ফ্রেন্ডকেই বিয়ে করেছি। শিগগিরই হামিম নীলয় দেশে ফিরবেন এবং দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে বলে জানিয়েছেন পড়শী।

এদিকে গান ও অভিনয়ে সমানভাবে ব্যস্ত সময় কাটাচ্ছেন পড়শী। নিয়মিত নিজের ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করছেন। ইমরানের সঙ্গে ‘কথা একটাই’ গানটি গত বছর বেশ আলোচিত হয়। এছাড়া তিনি নাটক প্রযোজনায়ও নাম লিখিয়েছেন।

সূত্র: প্রথম আলো

তাবিব

×