ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

 অপু বিশ্বাস

পরিবারেই একজন শাহরুখ আছেন

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২২:২৯, ১২ জানুয়ারি ২০২৫

পরিবারেই একজন শাহরুখ আছেন

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানকে নিয়ে মজার মন্তব্য করেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। শাকিব খানকে সুপারস্টার ও মেগাস্টার হিসেবে প্রশংসা করে তিনি বলেন, “শাকিব খান তার অভিনয় দিয়ে এই অবস্থান তৈরি করেছেন। আমার খুব পছন্দ শাহরুখ খান, কিন্তু আমার মনে হয় আমাদের পরিবারেই একজন শাহরুখ খান আছেন। আর তিনি আর কেউ নন, শাকিব খান।”

অপুর এই মন্তব্য ঢালিউডপ্রেমীদের মাঝে মজার আলোচনা তৈরি করেছে। অনেকেই বলছেন, বাংলা সিনেমার কিং শাকিব খান সত্যিই দেশের ‘শাহরুখ’ হিসেবে স্বীকৃত। অপু ও শাকিবের সম্পর্ক ও তাদের সিনেমা বরাবরই দর্শকদের কাছে আলোচনার বিষয়।

শাকিব-অপুর এই মজার সংলাপ ভক্তদের মনে নতুন রোমাঞ্চ এনে দিয়েছে

×