ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

এবার বন্ধ করো! সোনাক্ষি বললেন, রাগের কারণ কী?

প্রকাশিত: ২১:৩৬, ১২ জানুয়ারি ২০২৫; আপডেট: ২১:৩৯, ১২ জানুয়ারি ২০২৫

এবার বন্ধ করো! সোনাক্ষি বললেন, রাগের কারণ কী?

অভিনেত্রী সোনাক্ষী সিনহা সাধারণত ফটোগ্রাফারদের সঙ্গে বেশ শান্ত ও বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। তবে সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে ভিন্ন চিত্র দেখা গেল। ফটোগ্রাফারদের অতিরিক্ত অনুসরণে বিরক্ত হয়ে মেজাজ হারাতে দেখা যায় শত্রুঘ্ন-কন্যাকে। তার চোখেমুখে ফুটে উঠেছিল হতাশা ও বিরক্তি। কী ঘটেছিল সেই রাতে?

সোনাক্ষীর মেজাজ হারানোর ঘটনা
শনিবার রাতে সোনাক্ষী তার স্বামী জাহির ইকবালের সঙ্গে মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সোনাক্ষী ফটোগ্রাফারদের উপর বিরক্ত হয়ে ধমক দিচ্ছেন। তিনি তাদের অনুরোধ করেন কিছুটা জায়গা ছেড়ে দেওয়ার জন্য এবং অবাধে চলাচলের বাধা তৈরি না করতে।

ভিডিওতে দেখা যায়, প্রথমে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে শান্ত থাকার চেষ্টা করেন। তবে এক পর্যায়ে ফটোগ্রাফারদের অতিরিক্ত অনুসরণে বিরক্ত হয়ে বলে ওঠেন, ‘এবার বন্ধ করো, বন্ধ করো। হয়ে গেছে।’ এরপর তিনি ফটোগ্রাফারদের বাইরে যাওয়ার পথ দেখিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করেন। পরে স্বামী জাহিরের সঙ্গে তিনি অনুষ্ঠানের ভেতরে চলে যান।

অনুষ্ঠানে সোনাক্ষী ও জাহিরের সাজ
সেদিন সোনাক্ষী একটি স্টাইলিশ কালো পোশাক পরেছিলেন, সঙ্গে উইংড আইলাইনার ও ন্যুড মেকআপ। স্বামী জাহির ইকবালও তার সঙ্গে মিলিয়ে কালো পোশাকে সেজেছিলেন। এই দম্পতির নজরকাড়া উপস্থিতি সবাইকে মুগ্ধ করলেও ফটোগ্রাফারদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আলোচনার কেন্দ্রে ছিল।

সাত বছরের প্রেম শেষে বিবাহ
উল্লেখ্য, গত বছর (২০২৪ সালের ২৩ জুন) সোনাক্ষী ও জাহির সাত বছরের সম্পর্কের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘদিনের প্রেমকে পরিণতি দেওয়া এই জুটি তাঁদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে সুখী।

এ ঘটনা প্রমাণ করে যে, তারকারাও মাঝে মাঝে ব্যক্তিগত পরিসর চায় এবং অতিরিক্ত হস্তক্ষেপে বিরক্ত হতে পারে।

 

রাজু

×