বিশ্ব সংগীতের অমূল্য সম্পদ এ আর রহমান তার সৃজনশীলতা দিয়ে কোটি শ্রোতার হৃদয় জয় করেছেন। পেয়েছেন অসংখ্য পুরস্কার, যার মধ্যে অস্কারও রয়েছে। তবে বলিউড গায়ক সোনু নিগম জানিয়েছেন, রহমান মিশুক নন এবং ব্যক্তিগত সম্পর্ক থেকে দূরে থাকেন।
সোনু বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, রহমান শুধুমাত্র সঙ্গীত ও আধ্যাত্মিকতায় মনোযোগী। তিনি বন্ধুহীন হলেও শ্রদ্ধার যোগ্য। সোনুর মতে, রহমান কারো সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন না এবং আড্ডা বা গসিপে অংশ নেন না।
১৯৯৭ সালের দাউদ সিনেমার সাউন্ডট্র্যাকে একসঙ্গে কাজের অভিজ্ঞতা স্মরণ করে সোনু জানান, রহমান তাকে স্বাধীনভাবে গান গাইতে দিয়েছিলেন। যদিও তাদের সম্পর্ক সীমিত ছিল, সোনু তার শৃঙ্খলা ও সদয় স্বভাবের প্রশংসা করেছেন। রহমানের জীবন কাজ ও প্রার্থনায় নিবেদিত এবং তিনি কখনো কারো প্রতি বিদ্বেষ পোষণ করেন না।
রাজু