ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

চঞ্চল চৌধুরীর স্কেচে ভাবনা!

প্রকাশিত: ২০:১৯, ১২ জানুয়ারি ২০২৫; আপডেট: ২০:২০, ১২ জানুয়ারি ২০২৫

চঞ্চল চৌধুরীর স্কেচে ভাবনা!

ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে প্রকাশ্যে খুব একটা দেখা যায় না। কোনো ইভেন্টে বা কোনো ছবি বা নাটকের প্রচারে তেমন নেই তিনি। তবে ব্যস্ততা না থাকলেও নানা শিল্পকর্মে অনেক সময় নিজেকে ব্যস্ত রাখেন চঞ্চল। এর আগে নিজের পরিবারের সদস্য-প্রিয়জনদের নিয়েও স্কেচ করেছেন তিনি। তার নিজের আঁকা নিজের স্কেচও একটা সময় ব্যাপকভাবে অনুরাগীদের নজর কেড়েছিল। এবার অভিনেত্রী ভাবনার ছবি এঁকে অনেকটা চমকে দিলেন তিনি।

হঠাৎ সামাজিক মাধ্যমের পাতায় চোখ আটকে গেল নেটিজেনদের। দেখা যায়, ভাবনার একটি স্কেচ! সাদা কাগজের ওপর কালো পেন্সিলে আঁকা সেই স্কেচে ভেসে উঠল ভাবনার চেহারা। গোলগাল মুখ, গলায় নেকলেস, ঠোঁটে স্থূলতা! যা দেখে অভিনেত্রীর অনুরাগীরাও নজর কাড়তে ও মুগ্ধতা প্রকাশ করতে খুব বেশি সময় নেয়নি। স্কেচের সেই পোস্টে ভাবনা লেখেন, ছবিটি এঁকেছেন চঞ্চল চৌধুরী। পছন্দের শিল্পীর কাছ থেকে এমন উপহার পাওয়া সৌভাগ্যের। অনেক কৃতজ্ঞতা দাদা।
ভাবনার সেই পোস্টে চঞ্চল চৌধুরীকে কোনো মন্তব্য করতে দেখা না গেলেও মন্তব্য ঘরে দেশের শোবিজ অঙ্গনের অনেককেই মুগ্ধতা প্রকাশ করতে দেখা যায়। যেমন অভিনেত্রী চয়নিকা চৌধুরী লিখেছেন, বাহ্ খুব সুন্দর। 
তবে এবারও ভাবনার পোস্টটি চমকে দিল অনুরাগীদের। যার নেপথ্যে রয়েছেন আরও এক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী! খোলাসা করে বললে, ভাবনাকে এক নজরকাড়া উপহার দিয়েছেন চঞ্চল, যা পেয়ে অত্যন্ত খুশি ও আপ্লুত অভিনেত্রী। একই সঙ্গে জ্যেষ্ঠ এই সহশিল্পীর ওপর কৃতজ্ঞতা প্রকাশ না করেও থাকতে পারেননি ভাবনা।

মারিয়া

×