ছবিঃ সংগৃহীত
সম্প্রতি বলিউডের উদীয়মান তারকা তৃপ্তি ডিমরি খবরের শিরোনামে। তাকে দেখা গেছে কথিত প্রেমিক স্যাম মারচেন্টের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে। মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় তাদের রোমাঞ্চকর বাইক রাইড পাপারাজ্জিদের নজর এড়ায়নি।
তৃপ্তি ও স্যামের এই ঘনিষ্ঠ মুহূর্ত বলিউডের গুঞ্জন আরও উসকে দিয়েছে। যদিও তৃপ্তি বা স্যাম কেউই তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি, তবে অনুরাগীদের মধ্যে এ নিয়ে চলছে নানা আলোচনা।
তৃপ্তি সম্প্রতি একাধিক সফল প্রকল্পে কাজ করে আলোচনায় রয়েছেন, আর স্যাম মারচেন্ট বলিউডে পরিচিত একটি নাম। তাদের একসঙ্গে দেখা যাওয়া বলিউডে নতুন জুটির সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে কি না, তা সময়ই বলে দেবে।
জাফরান