ছবিঃ সংগৃহীত
সম্প্রতি একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা তার জীবন থেকে একটি মজার স্মৃতি শেয়ার করেন। ১৯৭৪ সালে ভারত সরকারের আমন্ত্রণে ভারতে সফরকালে ইমিগ্রেশন অফিসার তার পাসপোর্ট দেখে হঠাৎ বলেছিলেন, "দিদি, আপনি কি সেই সাধের লাউ?" রুনা লায়লা মৃদু হেসে উত্তর দেন, "না দাদা, আমি সাধের লাউ না, আমি শুধু গানটা গেয়েছি।"
এই ছোট্ট ঘটনাটি অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মনোরঞ্জন করে এবং রুনা লায়লার সহজাত রসবোধ সবার মনে দাগ কেটে যায়। সংগীত জগতে তার অবদান যেমন অনস্বীকার্য, তেমনই তার ব্যক্তিত্বেও রয়েছে অনন্য আকর্ষণ।
জাফরান