ছবিঃ সংগৃহীত
সম্প্রতি অভিনেত্রী রুনা খানকে জয়া আহসানের সাথে তুলনা করে করা এক প্রশ্নে তিনি স্পষ্ট প্রতিক্রিয়া জানিয়েছেন। এই প্রসঙ্গে রুনা খান বলেন, “এই প্রশ্নটা আমার জন্য লজ্জার এবং বিব্রতকর। আমার সঙ্গে দয়া করে জয়া আহসানকে তুলনা করবেন না। জয়া আহসান অন্য মাপের একজন শিল্পী। তিনি একজন অসাধারণ এবং আমার খুব পছন্দের অভিনেত্রী।”
রুনা খান আরও জানান, জয়া আহসান তাঁর কাজের জন্য দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছেন। এমন একজন প্রতিভাবান শিল্পীর সাথে নিজের তুলনাকে তিনি যথাযথ মনে করেন না।
রুনা খানের এই মন্তব্য সামাজিক মাধ্যমে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বিনয়ী ও বাস্তবধর্মী বক্তব্যের প্রশংসা করেছেন। জয়া আহসানের প্রতিভা ও অবদানের প্রতি সম্মান জানিয়ে রুনা খান তার বক্তব্যে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন।
জাফরান