ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

আমিরের ওপর অত্যাচার করতাম :কিরণ রাও 

প্রকাশিত: ১৬:০৫, ১২ জানুয়ারি ২০২৫

আমিরের ওপর অত্যাচার করতাম :কিরণ রাও 

ছবি: সংগৃহীত

আমিরের উপর অত্যাচার করতেন তার প্রাক্তন স্ত্রী কিরণ রাও। এমন তথ্য দিলেন নিজেই।  

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।  বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন  কিরণ রাওয়ের সঙ্গে। তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে বেশ কয়েক বছর। প্রাক্তন স্ত্রীর সঙ্গে এখনও বন্ধুত্ব বজায় রেখেছেন নায়ক। এমনকি একসঙ্গে কাজও করেন তারা। 

সম্পর্কে থাকাকালীন আমিরের ওপর অত্যাচার চালাতেন কিরণ রাও।

কিরণ বলেন, ২০১০-এ ‘ধোবি ঘাট’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে হাতেখড়ি হয় তার। ছবির শ্যুটিং চলাকালীন আমিরের উপর বেশ অত্যাচার করছেন তিনি। তার প্রথম ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন আমির। 

এ নিয়ে কিরণ বলেন, আমির বিভিন্ন সময় তার কাজের ওপর খবরদারি করতে চাইতেন। আর তাতেই না বলে দিতেন কিরণ।

কিরণের জানান, ‘আমার মনে হয় ‘ধোবি ঘাট’ ছবিতে দারুণ কাজ করেছে আমির। তবে ছবিটা করার সময় আমি বেশ চাপেই ছিলাম। সেই সময় আমি ওকে কিছুটা নির্যাতনও করেছি। আমির কোনো পরামর্শ দিতে আসলেই আমি বলতাম, ‘না, না, না’।’

প্রসঙ্গত, কিরণ রাও একজন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক, চিত্রনাট্যকার এবং পরিচালক।  ২০০৫ সালের ডিসেম্বরে অভিনেতা আমির খানকে বিয়ে করেন 

শিলা ইসলাম

×