ছবি: সংগৃহীত
বর্তমানে লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন প্রীতি জিনতা। সম্প্রতি, এই খবরটি প্রকাশ হওয়ার পর তাঁর অনুরাগীরা চিন্তিত ছিলেন নায়িকা কেমন আছেন, বিশেষত ভয়াবহ দাবানলের প্রেক্ষিতে। সেই বিষয়ে অবগত করাতে, প্রীতি তাঁর পরিবার ও ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন।
পোস্টের শুরুতে প্রীতি উল্লেখ করেছেন, "আমি কখনো ভাবিনি এমন একটি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হব। লস অ্যাঞ্জেলেস শহরটি এখন আগুনের লেলিহান শিখায় জ্বলছে। আমাদের আশপাশের অনেক এলাকা ধ্বংস হয়ে গেছে এবং এখানে বসবাসকারী সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা নিরাপদ আছি, তবে এই ভয়াবহ পরিস্থিতি আমাদের জীবনে প্রথমবারের মতো ঘটছে।"
এরপর, তিনি সেখানকার ভয়ংকর পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত শেয়ার করেছেন। প্রীতি লিখেছেন, "সামগ্রিক এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আকাশে সাদা ছাইয়ের মতো কিছু উড়ছে, বাতাসের গতি অনেক বেশি। আমার পরিবার এবং সন্তানদের নিয়ে দ্রুত ঘর ছেড়ে নিরাপদ জায়গায় চলে যেতে হয়েছে। আমাদের বাড়ি পুড়ে গেছে, আর চারপাশের ধ্বংসযজ্ঞ দেখে আমি মর্মাহত। তবে আমি খুবই কৃতজ্ঞ যে, আমরা এখন পর্যন্ত নিরাপদে আছি। যারা এই আগুনে সবকিছু হারিয়ে গেছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন, তাঁদের জন্য আমার হৃদয়ের প্রার্থনা রয়েছে। আশা করি শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং বাতাসের তীব্রতা কমবে।"
তিনি আরও বলেন, "এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, এই দাবানলে প্রায় ১৫০ বিলিয়ন ডলার মূল্যের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে দাবানলে সবচেয়ে বড় ক্ষতি বলে মনে হচ্ছে। আগুনের ফলে মানুষের প্রাণহানির সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে। এমনকি হলিউডের অনেক তারকার বাড়ি এই আগুনের শিকার হয়েছে।"
এছাড়া, প্রীতি সবাইকে সতর্ক ও নিরাপদ থাকার অনুরোধ জানান এবং এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
নুসরাত