ছবি : সংগৃহীত
আমেরিকার পপ তারকা ডুয়া লিপার বাড়ির উপর এসে পড়েছে দাবানলের তীব্র শিখা। বর্তমানে লস অ্যাঞ্জেলেস জ্বলছে দাবানলে, আর প্যাসিফিক প্যালিসেডসে অনেক তারকার বাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে। এই পরিস্থিতিতে, নিজের বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে ডুয়াকে। সমাজমাধ্যমে গায়িকা ভয়াবহ দাবানলের একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যা দেখে তার ভক্তরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
ডুয়ার সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, লস অ্যাঞ্জেলেসের আকাশ ঢেকে গিয়েছে ধূসর ধোঁয়ায়। গায়িকা লিখেছেন, “লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি সত্যিই বিধ্বংসী ও ভয়ঙ্কর। এই দাবানলের জন্য যাঁদের নিজেদের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে হল, তাঁদের কথা ভাবছি।”
এমন বিপর্যয়ে মানুষকে সাহায্য করার কথাও বলেছেন ডুয়া। তিনি লিখেছেন,“যাঁরা অর্থ প্রদান করতে চান অথবা আশ্রয় দিতে চান গৃহহারাদের, তাঁদের জন্য আমি কয়েকটি লিঙ্ক সমাজমাধ্যমে শেয়ার করে নিচ্ছি।” অনুরাগীদের জন্য নিজের খবরও দিয়েছেন ডুয়া। পপ তারকা লিখেছেন, “আমি নিরাপদে আছি। নিজের ব্যবস্থা করে নিয়েছি। এই কঠিন সময়ে যাঁরা লড়াই করছেন, তাঁদের জন্য ভালবাসা পাঠালাম। সকলেই নিরাপদে থাকুন। পরস্পরের খেয়াল রাখুন।”
রাসেল