ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

শুভ জন্মদিনে যে কথা শুনতে প্রতীক্ষায় আছেন রুনা খান

প্রকাশিত: ২৩:১৫, ১১ জানুয়ারি ২০২৫; আপডেট: ২৩:২০, ১১ জানুয়ারি ২০২৫

শুভ জন্মদিনে যে কথা শুনতে প্রতীক্ষায় আছেন রুনা খান

সময়ের আলোচিত জনপ্রিয় অভিনেত্রী রুনা খান জীবনের ৪১ বসন্ত পেরিয়ে ৪২ এ পা দিলেন সময়ের আলোচি এই অভিনেত্রী।জন্মদিনে রুনাকে নিয়ে আবেগী পোস্ট করেছেন রুনার স্বামী।যা ‍রুনা তার ফেসবুক পোস্টে শেয়ার করে লিখেন, বছরজুড়ে আমি অপেক্ষা করি তিনি কি বলেন তা শুনার জন্য।

শেয়ার করা পোস্টে রুনার স্বামী লেখেন, একটা সময় টিভি ছেড়ে রেখে ঘুমোতাম। মানুষের গলার আওয়াজ যেন সারা বাড়িতে ভেসে বেড়ায়। ভোর রাতে ঘুম ভেঙে গেলে যেন মনে হয়, বাড়িতে মানুষ আছে ।আমি একলা না ।এখন আমি টিভি ছাড়াই ঘুমোতে পারি। শুভ জন্মদিন রুনা।

ইতোমধ্যে ভক্তসমর্থকরা রুনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

ফুয়াদ

×