ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

সিঙ্গাপুর মাতিয়ে এলেন লিলিন

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৩, ১১ জানুয়ারি ২০২৫

সিঙ্গাপুর মাতিয়ে এলেন লিলিন

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় গায়িকা লিলিন মুন। ২০২৫-এর শুরুটাই যেন তার বেশ ভালোভাবে কাটল। কারণ নতুন বছরের শুরুটাই হয়েছে তার দেশের বাইরে স্টেজ শোতে গানে গানে। চলতি বছরের শুরুতেই লিলিন তার স্বামী ফটোগ্রাফার শিথিল রহমানকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে গিয়েছিলেন একটি স্টেজ শোতে পারফর্ম করতে। সিঙ্গাপুরে একটি নিউইয়ার সেলিব্রেসন প্রোগামে সংগীত পরিবেশ করতে যান লিলিন। সেখানে বিশেষত প্রবাসী বাংলাদেশীদের ভালোবাসা নিয়েই দেশে ফিরেছেন লিলিন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, শিথিলের সঙ্গে বিয়ের পর এটা ছিল আমাদের প্রথম বিদেশ সফর। যে কারণে সময়টা যেমন দারুণ কাটল, সেইসঙ্গে শোটাও ছিল জমজমাট। দেশের বাইরে প্রবাসী বাংলাদেশী ভাই-বোনদের গানে গানে মুগ্ধ করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক অনেক ভালোলাগার। ধন্যবাদ এই অনুষ্ঠানের আয়োজকসহ সকল দর্শকের প্রতি। ধন্যবাদ শিথিলকেও আমার পাশে থেকে সবসময় আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। এদিকে দেশে ফিরেও লিলিন এরই মধ্যে নারায়ণগঞ্জসহ ঢাকায় একটি প্রতিষ্ঠানের তিনটি ও একই প্রতিষ্ঠানের আরও একটি শো সিলেটে সম্পন্ন করেছেন লিলিন।
লিলিন জানান, সেখানে তিনি শ্রোতাদের শুরুতেই যে গানটি শোনান সেটি হলো ‘চিঠি কেন আসে না’। রুনা লায়লার গাওয়া এই গানটি কিছুদিন আগে তিনি কাভার কর অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশ করেছেন। যে কারণে সিঙ্গাপুরে নতুন বছরের প্রথম অনুষ্ঠানে রুনা লায়লার প্রতি শ্রদ্ধা জানিয়েই লিলিন ‘চিঠি কেন আসে না’ গানটি পরিবেশন করেন।

×