ছবি: সংগৃহীত
দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাস বরাবরই তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রে থাকেন। এবার গুঞ্জন উঠেছে, তিনি শিগগিরই অন্ধ্র প্রদেশের গণপাভারামের এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন প্রভাসের বন্ধু এবং সহ-অভিনেতা রাম চরণ।
তিনি সম্প্রতি ‘আনস্টপেবল উইথ এনবিকে সিজন ৪’ টক শোতে প্রভাসের সম্ভাব্য বিয়ে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। যদিও প্রভাস বা তার টিম থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভক্তদের মাঝে এই খবরটি নিয়ে উত্তেজনার পারদ চড়ছে।
প্রভাস তার ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকেন এবং বিয়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে চলেন। ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির এক মিডিয়া ইভেন্টে তিনি মজা করে বলেন, ‘আমি শিগগিরই বিয়ে করছি না কারণ আমি আমার নারী ভক্তদের অনুভূতিতে আঘাত করতে চাই না।’
এর আগে প্রভাসের নাম একাধিক সহ-অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে। বিশেষ করে, তার ‘বাহুবলী’ সহ-অভিনেত্রী অনুষ্কা শেট্টির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন বহুদিন ধরে শিরোনামে ছিল। তাদের ঘনিষ্ঠতা নিয়ে নানা সময়ে নানা প্রতিবেদন প্রকাশিত হলেও কখনোই তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
শিহাব