ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

দাবানলে বাড়ি হারালেন যেসব হলিউড তারকা

প্রকাশিত: ১৮:১৫, ১১ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৮:২০, ১১ জানুয়ারি ২০২৫

দাবানলে বাড়ি হারালেন যেসব হলিউড তারকা

ছবি: সংগৃহীত

গত কয়েকদিন ধরে ইতিহাসের ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস। আলাদা ছয়টি দাবানলের মধ্যে অনেকগুলোই নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তীব্র বাতাস, শুষ্ক আবহাওয়া এবং পানির চাপ কম থাকায় আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা।

 

লস অ্যাঞ্জেলেসের দাবানলে বিনোদন অঙ্গনে ব্যাপক ক্ষতি হয়েছে। হাজারো সাধারণ মানুষ ছাড়াও, অনেক বিখ্যাত তারকা তাদের বাড়ি হারিয়েছেন। 

ড্যানিয়েলা পিনেদা, 'জুরাসিক ওয়ার্ল্ড' তারকা, আবেগঘন একটি পোস্টে জানান যে, তিনি তার প্রথম বাড়ি হারিয়েছেন। দাবানল এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, তিনি শুধু তার কুকুর এবং ল্যাপটপ নিতে পেরেছেন।

 

প্যারিস হিলটন, গায়ক ও অভিনেত্রী, সামাজিক মাধ্যমে এক ভিডিও শেয়ার করেছেন, যেখানে তার মালিবুস্থ বাড়িটি আগুনে পুড়তে দেখা যায়। তিনি বলেন, এই বাড়ি তার পরিবারের স্মৃতির অংশ ছিল, এবং এখন তা ধ্বংস হয়ে গেছে।

অভিনেত্রী ম্যান্ডি মুর, দাবানলে তার পরিবার ও পোষা প্রাণীদের নিয়ে দ্রুত এলাকা ছেড়েছিলেন।

কমেডিয়ান বিলি ক্রিস্টালও জানান, তার প্যাসিফিক প্যালিসেডেসের বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

 

অস্ট্রেলীয় অভিনেতা মেল গিবসন জানান, তিনি টেক্সাসে শুটিং করছিলেন যখন তার বাড়ি পুড়ে যায়।

ব্রিটিশ অভিনেত্রী কেট বেকিনসল তার শৈশবের অধিকাংশ সময় যেখান কাটিয়েছিলেন, সেই বাড়িটি পুড়ে গেছে।

 

‘দ্য প্রিন্সেস ব্রাইড’ সিনেমার অভিনেতা ক্যারি এলওয়েসের বাড়িও ধ্বংস হয়েছে, তবে তিনি ও তার পরিবার প্রাণে বেঁচে আছেন।

অভিনেতা জেফ ব্রিজসের মালিবুস্থ বাড়িও আগুনে পুড়ে গেছে, তার মুখপাত্র নিশ্চিত করেছেন।

 

 

 

 

 

তাবিব

×