দেশের রাজনীতিবিদদের নিয়ে জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকি একটি ওয়েব সিনেমা নির্মাণ করেছেন। যার নাম ৮৪০। সিনেমাটি গত ১৩ ডিসেম্বর বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। মুক্তির আগে অই প্রিমিয়ার শো'তে উপস্থিত ছিলেন জয়।
সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমি চাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার জমির প্রয়োজন আছে তাই সাবেক প্রধানমন্ত্রী কে মা বলে জমি চাওয়াতে আমি মোটেও অনুতপ্ত না। তিনি বলেন, একটা জিনিস পাওয়ার জন্য বাবা-মা,দাদা ডাকা যায়। আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও ডাকব। আমি তো আরেকটা জমি পাওয়ার জন্য ইউনূস স্যার কে বাবা ডাকতে হলেও ডাকব,কারণ আমার প্রয়োজন আছে।
তবে আমি তখনও বলেছি বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল আর তাদের পতনের জন্য যত মানুষ প্রাণ দিয়েছে তা অনেক সেনসিটিভ ইস্যু হয়ে গিয়েছে। এর আগে বিগত৬ সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ঢাকার কাছাকাছি পূর্বাচলে একটি প্লটের জন্য আবেদন করেছিলেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। সারাদেশে সমালোচনা হয়েছিল তখন বিষয়টি নিয়ে।