ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

দাবানলে পুড়ছে হলিউড, পালাচ্ছে অভিনেতা-অভিনেত্রীরা

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৩:২৬, ১১ জানুয়ারি ২০২৫

দাবানলে পুড়ছে হলিউড, পালাচ্ছে অভিনেতা-অভিনেত্রীরা

হলিউডের অভিনেত্রীরা

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহর। মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। আগুন ছড়িয়ে পড়েছে মার্কিন চলচ্চিত্রের সূতিকাগার হলিউডেও। বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন তারকারা। ক্ষয়ক্ষতি ছাড়িয়েছে ৫০ বিলিয়ন ডলারে।

হলিউডের ছোট ছোট ভ্যালিতে সিনেমার শুটিংয়ে কত বাড়ি আগুনে দৃশ্যধারণ হয়েছে। তবে কে জানত, চলমান দাবানলে এ ভাবেই পূর্বে শুটিং স্পোর্ট আর নায়ক নায়িকাদের বাড়িঘর। 

বিনোদন জগতের রাজধানী খ্যাত লস অ্যাঞ্জেলস পুড়ছে ভয়াবহ দাবানলে। প্রাণে বাঁচতে এক কাপড়ে বাড়ি ঘর ছাড়তে হয়েছে অভিনেতা অভিনেত্রীদের। বন্ধ হয়েছে চলতি বছরের অস্কারের মনোনয়ন ঘোষণা। সরিয়ে ফেলা হয়েছে লাখো মানুষকে।

প্রায় দুই হাজার অবকাঠামো ধ্বংস হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত তিন লাখ ১১ হাজার বাড়িঘর। দাবানলে ১৩ হাজার ৫০০ কোটি ডলার থেকে ১৫ হাজার কোটি ডলারের মতো আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। এমনিক দাবালনে লস অ্যাঞ্জেলসে লুট-পাটেরও খবর পাওয়া গেছে।

পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বেশ কয়েক বছর ধরেই উপত্যাকায় বাড়ছে তাপদাহ। 

এম হাসান

×