ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

পুড়ছে হলিউড, অন্যদিকে মন কাঁদছে জায়েদ খানের

প্রকাশিত: ১১:৩৪, ১১ জানুয়ারি ২০২৫

পুড়ছে হলিউড, অন্যদিকে মন কাঁদছে জায়েদ খানের

ছবি : সংগৃহীত

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্চেলসে দাবানলের ভয়াবহ আগুনের ঘটনা নিয়ে বেশ সরব তিনি। হলিউডে দাবানলের ভয়াবহ আগুনের আঁচ লাগায় মন কাঁদছে জায়েদ খানের।

শুক্রবার সামাজিক মাধ্যম ফেইসবুকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলের কিছু ভয়াবহ দৃশ্যের ছবি পোস্ট করেন। তিনি পোস্টের মাধ্যমে লস অ্যাঞ্চেলসের এই বিপর্যয়ের জন্য দোয়া-প্রার্থনার আহ্বান করেন।

পোস্টের ক্যাপশনে লেখেন, প্রে ফর ক্যালিফোর্নিয়া-ইউএসএ।

জায়েদ খান জানান, আমেরিকার যেসব জায়গা দাবানলের আগুনে পুড়ছে, সেসব জায়গাতে একটা সময় বহুবার গিয়েছেন তিনি। বলেন, ‘অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেখানে হলিউডে অনেক আর্টিস্টদের বাড়ি রয়েছে। বহু অভিনেতা-অভিনেত্রী এবং সংগীতশিল্পীকে প্রাণে বাঁচতে এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে।’

জায়েদ খান জানান, হলিউড তারকাদের প্রতি সমবেদনা প্রকাশ করতে পোস্টটি করেছেন । তিনি বলেন, ‘আমার ভেতরটা সত্যিই কাঁদছে।’

মনিষা মিম

×