ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে লন্ডন যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে পাসপোর্টে অন্য এক নাম থাকায় তার যাত্রা বাতিল করে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
যদিও জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। পুলিশ হেফাজতে কাটানোর বিষয়টি অস্বীকার করেন অভিনেত্রী।
তিনি বলেন, 'আমি বনানীর বাসায় আছি। এই খবর ভুয়া। এর বাইরে এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। ফালতু সব বিষয়।'
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, 'সিলেট ওসমানী বিমানবন্দর থেকে শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ সময় একটি গোয়েন্দা সংস্থার আপত্তিতে তাকে আটকে দেওয়া হয়। পরে ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।'
জানা যায়, শুক্রবার (১০ জানুয়ারি) যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল চিত্রনায়িকা নিপুণের। মুখে মাস্ক ও চোখে চশমা পরে ইমিগ্রেশনে উপস্থিত হন। এ সময় দেশের একটি গোয়েন্দা শাখার সদস্যদের সন্দেহে জিজ্ঞাসাবাদ করলে দেখা যায় চিত্রনায়িকা নিপুণ আক্তারের পাসপোর্টে তার নাম নাসরিন আক্তার উল্লেখ করা ছিল।
সেসময় তিনি চিত্রনায়িকা নিপুণ আক্তার কি না জানতে চাইলে নিশ্চুপ থাকেন। পরে গোয়েন্দা সংস্থার আপত্তিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার যাত্রা বাতিল করে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর আর প্রকাশ্যে দেখা যায়নি অভিনেত্রীকে। অনেকেই বলছিলেন, গ্রেপ্তার আতঙ্কে দেশে ছেড়েছেন নিপুণ। তবে, সম্প্রতি নিশ্চিত হওয়া গেল, তিনি দেশেই ছিলেন।
এইদিকে কেনই বা অন্য নামে দেশ ছাড়ছিলেন তাও জানা যায় নি বরং পুলিশ হেফাজতে কাটানোর বিষয়টি অস্বীকার করেছেন তিনি।
শিলা ইসলাম