ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

জন্মদিনে লাইভে এসে কি করলেন শাকিলা?

প্রকাশিত: ২২:৪৩, ১০ জানুয়ারি ২০২৫

জন্মদিনে লাইভে এসে কি করলেন শাকিলা?

মডেল ও অভিনেত্রী শাকিলা পারভীন

ছোট পর্দার পরিচিত মুখ শাকিলা পারভীন। নাটক, মিউজিক ভিডিওতে বেশ সুনাম তার। এসবের পাশাপাশি শখের বশে হর হামেশাই ভ্লগ বানিয়ে সেগুলো নিজের ভেরিফাইড আইডি ও পেজে শেয়ার করেন এই মডেল ও অভিনেত্রী।


আজকে ছিল তার জন্মদিন। তাই তার ফেসবুক পেজে https://www.facebook.com/share/v/1AvZBaETDp/ লাইভে এসে তিনি তার ভক্ত ও অনুরাগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার ছোটবেলার কিছু গল্প বলেন। যেখানে সে বিভিন্ন প্রতিযোগিতায় সুইসুতা গাঁধতেন, মারবেল দৌড়, বিস্কুট দৌড় আরো বিভিন্ন প্রতিযোগিতায় অসংখ্য পুরষ্কার জিতেছেন।

লাইভে উপস্থিত হয়ে ভক্তদেরকে শুভেচ্ছা বিনিময়ের সাথে নিজেও তৈরি হচ্ছিলেন ছবি তোলার জন্য,তাই হালকা মেকাপ করে নিচ্ছিলেন। আজকে তার কোনো শ্যুটিং ছিল না তাই বাসাতেই ছবি তোলার জন্য হালকা সেজেছিলেন ছোট পর্দার এই অভিনেত্রী।

রিফাত

×