ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

রঙ্গে ভরা বঙ্গর রসমেলা

.

প্রকাশিত: ২০:২৫, ১০ জানুয়ারি ২০২৫

রঙ্গে ভরা বঙ্গর রসমেলা

.

রাজধানীর উপকণ্ঠে ডেমরার বাউলার বাজারের সুধারাম বাউলের আশ্রমে শুক্রবার সকালে বসেছিল রসমেলা। রঙ্গে ভরা বঙ্গ আয়োজিত ১৪তম এ মেলায় সংগীত পরিবেশন করেন শিল্পী আলী হোসেন বয়াতি ও তার দল। প্রতি বছরের মতো এ বছর লোক শিল্প উপস্থাপন বিভাবে মাগুরার শৈলকুপার শংকর মালাকারের শোলার তৈরি নানা শিল্প। সংগঠনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেনু রসের মেলার উদ্বোধন করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইমরুল চৌধুরী, রঙ্গে ভরা বঙ্গর সাধারণ সম্পাদক ইমরান উজ-জামান। ১৪তম রসের মেলার আহ্বায়ক সাবিহা সুলতানা।
প্রতি বছরের মতো মেলায় পরিবেশন করা হয় খেজুরের কাঁচা রস, মুড়ি, খেজুরের গুড়। আর এই মুড়ি ও গুড় পরিবেশন করা হয়। পরিবেশ সুরক্ষায় খাবার পরিবেশন করা হয় কাঠাল পাতার প্লেটে, রস পরিবেশন করা হয় মাটি ও কাগজের গ্লাসে। আয়োজকরা জানান, ১৪ বছর আগে ২০১১ সালে মিডিয়ায় কাজ করা বন্ধুদের সঙ্গে করে রস খাওয়ার মধ্য দিয়ে রস মেলার সূত্রপাত। এই ১৪ বছরের ধারাবাহিকতায় এটা একটা পরিপূর্ণ আয়োজন। যা সংস্কৃতি পিয়াষী মানুষকে তৃপ্ত করেছে।

×