ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

অভিনয়ের স্বপ্নে বিভোর জারা জয়া

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:২১, ১০ জানুয়ারি ২০২৫

অভিনয়ের স্বপ্নে বিভোর জারা জয়া

.

বান্ধবী মিমের সহযোগিতায় একদিন পরিচয় হয় নাট্য পরিচালক ইদ্রিস হায়দারের সঙ্গে। ইদ্রিস হায়দার তাকে ‘ক্রাইসিস’ নামক একটি নাটকে অভিনয়ের সুযোগ দিলেন। প্রথম নাটকে অভিনয় করে আলোচনায় চলে আসেন এই প্রজন্মের দর্শক প্রিয় অভিনেত্রী জারা জয়া। নানান প্রতিকূলতা পেরিয়ে শুধু অভিনয়কে ভালোবেসে অভিনয়ই করে যেতে চান তিনি। হতে চান তিনি একজন বড় মাপের অভিনেত্রী, যদিও বা এখন পর্যন্ত অনেক গুণী অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন তিনি তারপরও তার প্রবল ইচ্ছা বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেতা অপূর্বর সঙ্গে অভিনয় করার। জারা জয়া বিশ্বাস করেন হয়ত তার এই স্বপ্ন শীঘ্রই পূরণ হবে কারণ মানুষ মনেপ্রাণে যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন এক সময় অনেকেরই পূরণ হয়। ইদ্রিস হায়দারের নির্দেশনায় ‘বিয়ের পর বউয়ের দোষ’ নাটকে অভিনয় করেও প্রশংসিত হন জারা জয়া। পরবর্তীতে মাহমুদ হাসান রানার ‘জানোয়ার’ নাটকে অভিনয় করেও বেশ প্রশংসিত হন। বর্তমানে এনটিভিতে তার অভিনীত তাইফুজ্জাহান আশিক পরিচালিত ধারাবাহিক নাটক ‘ফাউল জামাই’ প্রচারিত হচ্ছে। জারা জয়া একটি চলচ্চিত্র ও অভিনয় করেছেন সহ-শিল্পী হিসেবে পেয়েছেন সাইমন ও বুবলীকে। তবে ভালো গল্পের চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয়ের স্বপ্ন তার। ২৩ জুন জন্ম নেওয়া জারা জয়ার গ্রামের বাড়ি ঢাকার অদূরে কেরানীগঞ্জ।
মিডিয়াতে প্রতিষ্ঠা পাওয়া প্রসঙ্গে জারা বলেন, গেল ৩ বছরে নাটকে অভিনয় করতে গিয়ে বুঝতে পেরেছি এখানে নানান প্রতিকূলতা, প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজের মেধাকে প্রমাণ করতে হয়। আমি শুধু অভিনয়কে ভালোবেসে অভিনয়ই করে যেতে চাই। আমি জানি এখানে একজন বড় মাপের অভিনেত্রী হওয়া ভীষণ ধৈর্যের ব্যাপার কিন্তু যেহেতু আমার স্বপ্নটা বড়, তাই আমি কষ্ট করতে এবং শ্রম দিতে রাজি আছি। আমি শুধু মন দিয়ে কাজটাই করে যেতে চাই। চাই সকলের সহোযোগিতা, দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

×