প্রবাসীদের প্রশংসায় ভাসালেন সালমা। জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী বলেছেন, দেশের বাইরে যারা থাকেন তারা আসলে বাংলা গানকে অনেক মিস করেন।
বাংলা গানের শিল্পীকে যখন দর্শকরা দেশের বাইরে দেখতে পায় তখন ভালোবাসাটা অনেক বেশি কাজ করে তাদেরে। আমরা যখন তাদেরকে দেখি তখন তাদের চোখে মনে হয় হয় তারা আমাদের দেখে এক টুকরো বাংলাদেশকে পেয়েছে।