ছবিঃ সংগৃহীত
সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলাকে তার মেয়ে আইরার পছন্দ নিয়ে একটি প্রশ্ন করা হয়। প্রশ্নটি ছিল, "আইরা কার বেশি ভক্ত, বাবা না মা?" উত্তরে মিথিলা স্পষ্টভাবেই জানান, "এরকম প্রশ্ন কখনোই কাউকে করা উচিত না।" তবে তিনি মৃদু হেসে যোগ করেন, "তবুও কেন যেন মনে হয় আমার মেয়ে তার বাবাকে বেশি ভালোবাসে। সব মেয়েই বাবার ভক্ত হয়।"
উল্লেখ্য, মিথিলা এবং জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের একমাত্র কন্যা আইরা। যদিও এই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়েছে অনেক আগেই, তবে তাদের কন্যাকে নিয়ে উভয়ের সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ।
সম্প্রতি তাহসান খান দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে, মিথিলাও ওপার বাংলার খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন এবং বর্তমানে কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন।
মেয়েকে নিয়ে এমন আন্তরিক মন্তব্যে মিথিলার মাতৃত্বের গভীরতা এবং তার প্রাক্তন সঙ্গীর প্রতি সম্মান ফুটে উঠেছে। এই ঘটনাটি প্রমাণ করে, ব্যক্তিগত সম্পর্কের সীমারেখা থাকলেও একজন মা ও বাবার প্রতি সন্তানের ভালোবাসা বরাবরই বিশেষ এবং অনন্য।
জাফরান