ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

শাড়িতে মোহনীয় জয়া আহসান

প্রকাশিত: ১৪:৩২, ১০ জানুয়ারি ২০২৫

শাড়িতে মোহনীয় জয়া আহসান

ছবি: সংগৃহীত।

 

বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ব্যক্তিজীবনে পোশাক-আশাকে অনেকটাই শৌখিন এই অভিনেত্রী। প্রায় দিনই ভিন্ন রূপে-অবতারে নিজেকে মেলে ধরেন জয়া। জয়া আহসানের শাড়ি এবং ব্লাউজ ডিজাইন আপনার ফ্যাশন স্টাইল উন্নত করতে পারে।

অর্গানজা শাড়ি
হালকা রঙের অর্গানজা শাড়ি, যা হাতে আঁকা প্যাটার্নে সাজানো, সঙ্গে টিউব ব্লাউজ পরলে দেখতে আরও সুন্দর লাগবে।

সিকুইন শাড়ি
সন্ধ্যার অনুষ্ঠানে সিকুইন শাড়ি ও স্কিন কালার ব্লাউজ পরলে সবার দৃষ্টি আকর্ষণ করা সহজ হবে। এটি চমৎকার এবং আকর্ষণীয় লুক তৈরি করবে।

রয়্যাল স্টাইল
হালকা রঙের ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন জামদানী শাড়ি পরুন, সাথে হালটার নেক ব্লাউজ এবং পাতার প্যাচওয়ার্ক যুক্ত থাকলে আপনাকে রাজকুমারীর মতো দেখতে লাগেবে।

বেনারসি শাড়ি
একটি হাতে বোনা বানারসি শাড়ি পরুন, সাথে ব্যাকলেস ব্লাউজ থাকলে আপনি একটি ক্লাসি স্টাইল পাবেন।

নুসরাত

×