ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

‘ইত্যাদি’ অনুষ্ঠানে ভাঙচুর, হানিফ সংকেত ঠিক আছেন?

প্রকাশিত: ১৪:০১, ১০ জানুয়ারি ২০২৫

‘ইত্যাদি’ অনুষ্ঠানে ভাঙচুর, হানিফ সংকেত ঠিক আছেন?

ছবি: সংগৃহীত।

ঠাকুরগাঁয়ে আয়োজিত ইত্যাদি অনুষ্ঠানে মারামারি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। জানা গেছে, ঠাকুরগাঁও জেলা জুড়ে প্রায় ২ হাজার প্রবেশপাশের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ, তবে অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম হয়। এক পর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যা পরে ভাঙচুর ও মারামারির রূপ নেয়।

কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয় এবং অবশেষে অনুষ্ঠানটি মাঝপথে স্থগিত করতে বাধ্য হয়।

স্থানীয়দের মতে, এই ঘটনা ঘটানোর পিছনে প্রভাবশালী রাজনীতিবিদ দলের ছাত্র সংগঠনের নেতাদের সমর্থকরা ছিলেন। তারা চেয়ারে বসা নিয়ে ওই বিশৃঙ্খলা সৃষ্টি করে। তবে, মাঝরাতে অনুষ্ঠানের বাকি অংশের চিত্রধারণ সম্পন্ন হয়।

ইত্যাদি অনুষ্ঠানটি বিটিভিতে ১৯৮৯ সাল থেকে প্রচারিত হয়ে আসছে। উপস্থাপক হানিফ সংকেত, যিনি তার প্রজ্ঞা ও মেধায় বিটিভিতে ইত্যাদি অনুষ্ঠানটি সব সরকারের আমলে পরিচালনা করেছেন, এটি গণমাধ্যমের ইতিহাসে এক অপ্রতিরোধ্য ঘটনা।

নুসরাত

×