জয়া আহসানএকজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। কয়েক জেনারেশনের ক্রাশ তিনি। বিভিন্ন সময় বিভিন্ন লুকে মন কেড়ে নিয়েছেন ভক্তদের।
এবার তাকে পাওয়া যাবে ডাইনির রুপে। জি হ্যা! ডাইনি রুপে ধরা দিবেন জয়া আহসান।
এটি একটি এমন কাহিনি যেখানে ছোট্ট একটি মেয়ে সুর সাধনা করছে, কিন্তু সেই সুর বেসুরো হওয়ায় একটি কণ্ঠ ভেসে আসে, যেখানে বলা হয়, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করা হবে; এর মধ্যে যদি সুর না আসে, তাহলে মেয়েটিকে বাকি জীবন কাটাতে হবে কসাই ঘরে!
ছোট মেয়েটি জানতে পারে, সুরের সন্ধান পেতে হলে তাকে যেতে হবে ডাইনির কাছে। আর গল্পের সেই ডাইনি অভিনেত্রী জয়া আহসান!
সম্প্রতি তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূনের নির্মানে চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’-এর শেষ পর্ব ‘বেসুরা’ প্রকাশ পেয়েছে। আর এ গল্পেই ডাইনি চরিত্রে তিনি। ডাইনি চরিত্রে তাকে বোঝাই ছিল কষ্টসাধ্য।
ডাইনি চরিত্রে অভিনয় প্রসঙ্গে জয়া আহসান বলেন, 'দর্শকরা সবাই কম-বেশি জানেন, আমি ক্যারেক্টার আর্টিস্ট, ভিন্ন রকম চরিত্র করতে পছন্দ করি। গল্পটাও আমার কাছে গুরুত্বপূর্ণ।'
প্রসঙ্গত, জয়ার চলচ্চিত্রে অভিষেক হয় ২০০৪ সালে ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।
শিলা ইসলাম