ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

শাকিব নাকি ছাকিব?

অনলাইন রির্পোটার

প্রকাশিত: ০৯:৫৩, ১০ জানুয়ারি ২০২৫

শাকিব নাকি ছাকিব?

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে আলোচনা-সমালোচনা কখনোই শেষ হয় না। তবে সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে অপু বিশ্বাসের দেওয়া একটি মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

অনুষ্ঠানে অপু বিশ্বাসকে জিজ্ঞাসা করা হয়, শাকিব খানের নামের সঠিক উচ্চারণ কী—তিনি কি "শাকিব খান" নাকি "সাকিব খান"? প্রশ্ন শুনে হেসে ওঠেন অপু। তিনি বলেন, "আসলে তার নাম সাকিব খান রানা। কিন্তু পর্দার জন্য তিনি শাকিব খান নামে পরিচিত।"

এই মন্তব্য শুনে উপস্থিত সবাই বেশ মজা পেয়েছেন। ভক্তরা বলছেন, শাকিব খানকে নিয়ে এমন তথ্য অনেকেই জানতেন না। কেউ কেউ মজা করে বলছেন, "তাহলে কি আমরা এতদিন ভুল নাম ধরে ডাকতাম?"

অপু বিশ্বাসের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোড়ন তুলেছে। শাকিব-অপু জুটির ভক্তরা বলছেন, পুরোনো দিনের স্মৃতিতে তারা আবার ফিরে যাচ্ছেন। অন্যদিকে, কেউ কেউ মজা করে মন্তব্য করছেন, "এখন থেকে সাকিব ভাই বলব, রানা ভাই না হয় পরে।"

তবে শাকিব খান নিজে এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। ভক্তরা অপেক্ষায় রয়েছেন, সুপারস্টার নিজেই কি তার "সঠিক নাম" নিয়ে কিছু বলবেন

জাফরান

×