ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

সবার চোখে মুখে আমাকে হারানোর ভয় দেখেছি

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৩:০৮, ১০ জানুয়ারি ২০২৫

সবার চোখে মুখে আমাকে হারানোর ভয় দেখেছি

অভিনেতা মুশফিক আর ফারহান

সম্প্রতি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয় অভিনেতা মুশফিক আর ফারহানকে। তবে এখন ফারহান সুস্থ। ফিরেছেন বাসায়। সামাজিকমাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি একটি আবেগঘন লেখাও লিখেছেন।

ফারহান ফেসবুকে লেখেন, ৬ দিন পর ফিরছি বাসায়, এই ছয়দিনে জীবনকে খুব কাছ থেকে চিনে নিলাম আরও একবার! আমাকে দেখতে আসছে অসংখ্য শুভাকাঙ্ক্ষী, প্রযোজক, পরিচালক, সহকর্মী, প্রিয় দর্শকরা। আমি সবাইকে দেখে মুচকি হাসছি, কী বলব বুঝতে পারছি না, হাসি দিয়ে বুঝাতে চাইলাম চিন্তা করো না, বেঁচে আছি ভাই!

আমি শুধু সবার চোখে মুখে আমাকে হারানোর ভয় দেখতে পাচ্ছিলাম। আমি ভীষণ আবেগপ্রবণ মানুষ, অনেক কষ্টে আবেগকে ধরে রাখছিলাম। আর ভাবছি যারা এত ভালোবাসে তাদের জন্য হলেও আমাকে নতুন ভাবে বাঁচতে হবে।  এবারের যাত্রায় বাসায় ফিরছি। আমার প্রিয় দর্শক, সাংবাদিক, সহকর্মী, কলাকুশলী যারাই আমার খোঁজ খবর নিয়মিত নিয়েছেন এই ক’দিন আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসাতেই আমি ফারহান হয়েছি, ইনশাআল্লাহ আপনাদের এই অকৃত্রিম ভালবাসাই ফারহানকে বাঁচিয়ে রাখবে।
 

শহীদ

×