শমী কায়সার
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারের ঋণ, আমানতসহ সব ধরনের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আমদানি-রপ্তানির তথ্য থাকলে সে সম্পর্কে বিস্তারিত চাওয়া হয়েছে।
রবিবারের মধ্যে সব তথ্য পাঠাতে বৃহস্পতিবার ব্যাংকগুলোতে চিঠি দিয়েছে বিএফআইইউ। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, শমী কায়সারের ঋণের মঞ্জুরিপত্র, লকার হিসাব, আমদানি, রপ্তানি-সংক্রান্ত তথ্য থাকলে দ্রুত পাঠাতে হবে। তাঁর নামে পরিচালিত সব ধরনের হিসাব বিবরণী, হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইলসহ সব লেনদেন বিবরণীও দিতে বলা হয়েছে। চিঠিতে ঢাকায় তাঁর নিউ ইস্কাটন ও গুলশানের বাড়ির ঠিকানা উল্লেখ করা হয়েছে। তবে কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি।
শহীদ