রুনা লায়লার সঙ্গে বাপ্পা মজুমদার
প্রথমবারের মতো প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিলেন বাপ্পা মজুমদার। ‘বলেছো’ শিরোনামের গানটির গীতিকার সৈয়দ গালিব হাসান এবং এর সুর ও সংগীত করেছেন বাপ্পা মজুমদার নিজেই। গেল বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে বাপ্পা মজুমদারের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানটি প্র্রসঙ্গে জীবন্ত কিংবদন্তি শিল্পী রুনা লায়লা বলেন, ‘বলেছো’ খুব সুন্দর একটি গান।
কম্পোজিসনটা এক কথায় অসাধারণ। গালিবের লেখা গানের কথাও খুব সুন্দর। সত্যিই, বাপ্পার সঙ্গে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। প্রথমবার আমার আর বাপ্পার ডুয়েট গান। একটি কথাই বলব, গানটি গেয়ে অনেক তৃপ্তি পেলাম। বাপ্পা মজুমদার বলেন, আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা। আমার প্রথম থেকেই ভীষণ নার্ভাস লাগছিল।
কিংবদন্তি এই মহান শিল্পীর জন্য গান করতে পারা নিঃসন্দেহে এক পরম প্রাপ্তি। রুনা ম্যামের গাওয়া গান নিয়ে কোনো কথা বলবার সাহস আমি নাই দেখাই। গানটি মূলত করা হয়েছিল শুধু ম্যামের জন্য। ম্যাম নিজ থেকেই বলেছিলেন, তুমি বরং আমার সঙ্গে গাও।
গানটি ডুয়েট হোক। ব্যাপারটি আমার কাছে হাতে চাঁদ পাবার মতো বলে অত্যুক্তি হবে না একদমই। আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি, কারণ এই কিংবদন্তির সঙ্গে গান করতে পারাই আমার কাছে এক পরম প্রাপ্তি। পুরো আয়োজনটি গালিব ভাইয়ের। তাই এই আয়োজনের সিংহভাগ কৃতিত্ব গালিব ভাইকেই দিতে চাই। আশাকরি শুদ্ধ গানের শ্রোতাদের ভালো লাগবে, সেই সঙ্গে গান যারা ভালোবাসেন তারাও পছন্দ করবেন। বাকিটা শ্রোতাদের হাতেই ছেড়ে দিলাম। শুদ্ধতার জয় হোক সর্বক্ষেত্রে।