ছবি:- সংগৃহীত
অভিনেত্রী নুসরাত জাহান শুধুমাত্র অভিনয়ের জন্য নয়, বরং প্রায়ই বিভিন্ন বিতর্কের জন্যও সংবাদের শিরোনামে উঠে আসেন। কখনও তাঁর ব্যক্তিগত জীবন, কখনও বা রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিতর্ক তাঁকে ঘিরে থাকে। তবে, এসব নিয়ে খুব একটা মাথা ঘামান না নুসরাত। নিন্দুকদের মন্তব্যে কান না দিয়ে নিজের জীবন আর কাজেই মনোযোগ দেন তিনি।
বিশেষ দিন পালন করতে স্বামী যশের সঙ্গে দুবাই বেড়াতে গিয়েছেন অভিনেত্রী। অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নুসরতকে। আবার যশের তরফ থেকেও এসেছে সোহাগী পোস্ট। তাই জন্মদিনের পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার নুসরত লিখলেন, “একরাশ কৃতজ্ঞতা নিয়ে আজ সকালে ঘুম থেকে উঠলাম। সত্যিই বেঁচে থাকতে পারা ও শ্বাস নিতে পারাই বড় প্রাপ্তি। ভাবতে পারা, জীবনকে উপভোগ করতে পারা ও ভালবাসতে পারার মতো আর কী আছে!”
একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন নুসরত। নীল-সাদা রঙের পোশাকের সঙ্গে হালকা প্রসাধনী ও চোখে কালো রোদচশমা। এই সাজেই দুবাইেয়ের কোনও এক রেস্তরাঁয় জন্মদিনের উদ্যাপন সেরেছেন তিনি। টেবিলে সাজানো রংবেরঙের কাপ কেক, পানীয় ও ক্রসাঁ। এই একই রেস্তরাঁ থেকে ছবি ভাগ করে নিয়েছেন যশও। দুবাইয়ের হোটেলের ঝলকও ভাগ করেছেন নুসরত। সন্ধের উদ্যাপনের জন্য তিনি বেছে নিয়েছিলেন আকাশি রঙের পোশাক। শুভেচ্ছা পেয়ে অভিনেত্রী লিখেছেন, “আমাকে যাঁরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁদের ধন্যবাদ। আমার প্রত্যেক শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ। আপনারা প্রত্যেকে আমার জন্মদিনকে বিশেষ করে তুলেছেন।”
রাসেল