ছবিঃ সংগৃহীত
বিগ বসের এক বিশেষ এপিসোডে অতিথি হয়ে আসেন বলিউডের সুন্দরী ক্যাটরিনা কাইফ। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু মঞ্চে মজার ঝড় বয়ে যায়, যখন ক্যাটরিনা তার নাক নিয়ে সালমান খানকে এক মজার অভিযোগ করেন।
ক্যাটরিনা আক্ষেপের সুরে বলেন, "সালমান যখনই কোনো ছবি আঁকেন, সেই ছবিতে আমার নাকটা সব সময় লম্বা থাকে! কিন্তু আমার নাক তো লম্বা না।"
এই কথার উত্তরে সালমানও কম যান না। হাসতে হাসতে তিনি বলেন, "আসলেই তোমার নাক একটু লম্বা!"
সালমানের এই মন্তব্যে ক্যাটরিনা একদিকে ভ্রু কুঁচকে তাকালেও, পুরো সেটে হাসির রোল পড়ে যায়। ক্যাটরিনাও শেষ পর্যন্ত হেসে ওঠেন। উপস্থিত দর্শক এবং প্রতিযোগীদের মাঝেও এই মজার ঘটনাটি বেশ উপভোগ্য হয়ে ওঠে।
বিগ বসের এই মজার মুহূর্ত শুধু শো-এর বিশেষত্ব বাড়িয়েছে নয়, ভক্তদের কাছেও এটি আরও একবার প্রমাণ করেছে যে সালমান-ক্যাটরিনার কেমিস্ট্রি যে কোনও পরিবেশকে প্রাণবন্ত করে তুলতে পারে।
তাহলে, ক্যাটরিনার নাক লম্বা না ছোট—এটা তর্কের বিষয় হতে পারে, কিন্তু এই এপিসোড যে সবার জন্য মজার ছিল, সেটা নিশ্চিত!
জাফরান