ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

আবার তোপের মুখে অরুণা বিশ্বাস 

খালেদা জিয়া-তারেক রহমানের ছবি অরুণার ফেসবুকে পোস্ট

প্রকাশিত: ১৩:১৭, ৯ জানুয়ারি ২০২৫

খালেদা জিয়া-তারেক রহমানের ছবি অরুণার ফেসবুকে পোস্ট

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন চরম সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। সে সময় শিক্ষার্থীদের ওপরে গরম জল ঢেলে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।   

আওয়ামী সরকার দেশ ত্যাগ করার পর আবারও আলোচনায় তিনি। প্রথমে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত একদল অভিনয়শিল্পী গোপনে ছক কষছিলেন কীভাবে ছাত্রদের আন্দোলন দমানো যায়। আর এখন খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ফেসবুকে পোস্ট করে। 

৫ আগস্ট সরকার পতনের পর দেশ ছাড়েন তিনি। আলো আসবেই নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার কর্মকাণ্ডের চিত্র ফাঁস হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পড়েছিলেন চরম বিতর্কে। এবার আবারও ফেসবুকে বিতর্কের মুখে পড়লেন এই অভিনেত্রী।

সম্প্রতি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তাকে হিথ্রো বিমানবন্দরে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান। 

এত বছর পর ছেলেকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন হুইলচেয়ারে থাকা খালেদা জিয়া। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশ। অনেকেই আবেগঘন পোস্ট দিয়েছেন।

সেই তালিকায় আছেন আলো আসবেই গ্রুপের অরুণা। বুধবার রাতে খালেদা জিয়া ও তারেক রহমানের সেই দৃশ্যের ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন অরুণা বিশ্বাস। 

যার ক্যাপশনে লেখেন, ‘মা আর সন্তান, এটাই পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য। মা।’ সঙ্গে কিছু ইমোজি জুড়ে দেন অভিনেত্রী। 

তখনই তোপের মুখে পড়েন। নেটিজেনরা নানা মন্তব্যে কড়া সমালোচনায় মেতে ওঠেন অরুণার। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এরপরই বাধ্য হয়ে ছবিটি ফেসবুক থেকে ডিলিট করে দেন অরুণা বিশ্বাস। 

শিলা ইসলাম

×