ছবি: সংগৃহীত
নতুন বছরের শুরুতেই বিয়ে করেছেন সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। শনিবার সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ে করেন তিনি।
সারাদেশের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এখন রোজা আহমেদ। তাই রোজার আহমেদের পূর্বের বিভিন্ন ভিডিও সামনে আসছে সবার সামনে। এমনই এক ভিডিও দেখা যায় রোজার নিজস্ব ভেরিফাইড পেইজে। ভিডিওটি প্রায় ৫ কোটি বার দেখা হয়েছে। কি এমন আছে সেই ভিডিওতে?
মূলত ভিডিওটি খুবই সাধারণ। ভিডিওটি রোজার অনেকদিন পর নানা বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে। ভিডিওতে দেখা যাচ্ছে, রোজা নানা বাড়িতে গিয়ে কি কি করলেন। তিনি গ্রামের সহজ-সরল জীবনযাপন চিত্র তুলে ধরেছেন ভিডিওতে। তিনি নানাবাড়িতে গিয়ে নানা ধরনের খাবার খেয়েছেন যেগুলো তাকে অনেক উপভোগ করতে দেখা গেছে। সেখানে তিনি লেবুর শরবত থেকে শুরু করে পাটিসাপটা পিঠা, রুটি-মাংস, ডাবসহ নানা খাবার খাওয়ার চিত্র তুলে ধরেছেন। এছাড়াও গ্রামের পুকুরের পানিতে নেমে গোসল করতেও দেখা গেছে এই মেক-আপ আর্টিস্টকে। এছাড়াও রিকশাতে করে গ্রামের বাজারে গিয়ে ফুসকা ও আখের রস খেতে দেখা গেছে রোজাকে। মূলত রোজার সরল চলাফেরায় মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
উল্লেখ্য, তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন।
নাহিদা