ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

পাকিস্তানে মুক্তি পাচ্ছে বাংলাদেশি ছবি ‘দেয়ালের দেশ’  

প্রকাশিত: ১৬:১২, ৩ জানুয়ারি ২০২৫

পাকিস্তানে মুক্তি পাচ্ছে বাংলাদেশি ছবি ‘দেয়ালের দেশ’  

ছবি: সংগৃহীত

গেল বছরের অন্যতম আলোচিত রোমান্টিক সিনেমা ‘দেয়ালের দেশ’। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাটি মুক্তির পরই দর্শকমহলে ব্যাপক সাড়া জাগায়। এরপর এটি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের নানা দেশে মুক্তি পায়।

নতুন খবর হলো, বেশ কয়েকমাস ধরে পাকিস্তানে বাংলাদেশের সিনেমা মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ‘দেয়ালের দেশ’। আগামীকাল পাকিস্তানের বেশ কিছু সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। পাকিস্তানে সিনেমাটি ডিস্ট্রিবিউট করছে আমেরিকার এভেইল এন্টারটেইনমেন্ট, যাঁরা এ তথ্য নিশ্চিত করেছেন।

সরকারি অনুদানে নির্মিত ছবিটি পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি।  এই ছবির মাধ্যমেই চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার।

পাকিস্তানে সিনেমার মুক্তির খবর জানিয়ে নির্মাতা বলেন, ‘দেয়ালের দেশ আমার প্রথম ছবি। গত বছর ছবিটি মুক্তির পর দর্শক ও ক্রিকিটিদের দারুণ প্রশংসা পেয়েছি। এটা আমার জন্য বড় প্রাপ্তি। দেশে মুক্তির পাশাপাশি অনেক দেশেই মুক্তি পেয়েছে। কাল মুক্তি পাচ্ছে পাকিস্তানে। এটাও আমার জন্য দারুণ খবর। আশা করি পাকিস্তানের দর্শকদের কাছেও সিনেমাটি ভালো লাগবে।’

রাসেল

সম্পর্কিত বিষয়:

×