ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

প্রকাশ্যে ক্ষমা চাইতে স্বাগতাকে আরও এক লিগ্যাল নোটিশ

প্রকাশিত: ১৬:০৩, ৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৬:২৯, ৩ জানুয়ারি ২০২৫

প্রকাশ্যে ক্ষমা চাইতে স্বাগতাকে আরও এক লিগ্যাল নোটিশ

ছবি : সংগৃহীত

ছোটপর্দার অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা লিভ টুগেদার নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য আবারও লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্বাগতাকে  এবার লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সার্বভৌমত্ব রক্ষায় প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’।
ঢাকা বারের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুকের মাধ্যমে সংগঠনটির আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক লিগ্যাল নোটিশটি পাঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টুডেন্টস ফর সভারেন্টির যুগ্ম আহ্বায়ক মুহম্মদ ইয়াকুব মজুমদারের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে নোটিশের কথা জানানো হয়।
নোটিশে বলা হয়, লিভ টুগেদার বিষয়ক বক্তব্য প্রত্যাহার পূর্বক তিন কার্যদিবসের মধ্যে অভিনেত্রী স্বাগতাকে ক্ষমা চেয়ে গণমাধ্যমে বিবৃতি প্রকাশ করতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত বছরের শুরুতে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন জিনাত সানু স্বাগতা। দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদের গলায় মালা দেন তিনি। 
সাক্ষাৎকারে স্বাগতা জানিয়েছেন, বিয়ের আগে হাসানের সঙ্গে ১ বছর লিভ টুগেদারে ছিলেন তিনি। একে অপরকে ভালোভাবে চেনার পর তারা বিয়ের  সিদ্ধান্ত নেন ।  স্বাগতা বলেন, ‘আমি আর হাসান এক বছর লিভ টুগেদার করেছি। তারপর দু’জন দু’জনকে জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেছি।’

মিম

×