ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

বক্স অফিসে দক্ষিণী সিনেমার দাপট: ২০২৪ সালের সেরা ১০ সিনেমার তালিকা

প্রকাশিত: ১৫:১৮, ২ জানুয়ারি ২০২৫; আপডেট: ২২:৩১, ২ জানুয়ারি ২০২৫

বক্স অফিসে দক্ষিণী সিনেমার দাপট: ২০২৪ সালের সেরা ১০ সিনেমার তালিকা

ছবি: সংগৃহীত

বছরজুড়ে ভারতীয় সিনেমা পাড়ায় বক্স অফিসে আধিপত্য ধরে রেখেছে দক্ষিণী সিনেমা। প্রভাস, থালাপতি বিজয় এবং আল্লু অর্জুনদের সিনেমা মাতিয়ে রেখেছে ২০২৪ সালের বলিউড বক্স অফিস।

দক্ষিণী সিনেমার জয়জয়কার

আয় বিবেচনায় সেরা ১০ সিনেমার তালিকায় হিন্দি সিনেমা রয়েছে মাত্র ৪টি, বাকি ৬টিই দক্ষিণী সিনেমা।৫ ডিসেম্বর মুক্তি পাওয়া সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২’ প্রত্যাশামতো বক্স অফিসে ঝড় তুলেছে।


হিন্দি সিনেমার সাফল্য

হরর-কমেডি ঘরানার সিনেমাগুলো হিন্দি সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে।‘স্ত্রী ২’ (তৃতীয় স্থান) এবং ‘ভুল ভুলাইয়া ৩’ (ষষ্ঠ স্থান) হরর-কমেডি ঘরানার সফল সিনেমা।‘কল্কি ২৮৯৮ এডি’ (দ্বিতীয় স্থান) এবং ‘ফাইটার’ (অষ্টম স্থান) দীপিকার ক্যারিয়ারে উল্লেখযোগ্য সংযোজন।

প্রশান্ত ভার্মার ‘হনু-ম্যান’ সুপারহিরো ঘরানার সিনেমা, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তেজা সাজ্জা।মাত্র ৪০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করেছে প্রায় ৩০০ কোটি রুপি।

‘দেবারা’ সিনেমাটি প্রায় ৪০০ কোটি রুপি আয় করেছে।সিনেমাটিতে জুনিয়র এনটিআরের সঙ্গে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, যা শ্রীদেবী-কন্যার ক্যারিয়ারে নতুন মোড় এনে দিয়েছে।


২০২৪ সালের ভারতীয় সিনেমার বক্স অফিসের এই তালিকা প্রমাণ করে যে দক্ষিণী সিনেমার প্রভাব আরও বেড়েছে, পাশাপাশি হিন্দি সিনেমার বিশেষ কিছু ঘরানা সফলতা ধরে রেখেছে।

×