ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

জয়ার ‘নকশী কাঁথার জমিন’ মুক্তি আজ

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:১০, ২৬ ডিসেম্বর ২০২৪

জয়ার ‘নকশী কাঁথার জমিন’ মুক্তি আজ

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আপন গতিতে দুই বাংলায় সমানতালে কাজ করে চলেছেন এই অভিনেত্রী। তাই সবকিছু মিলিয়ে দুই বাংলার দর্শকের তার প্রতি প্রত্যাশাও থাকে বেশি। দেশের প্রেক্ষাগৃহে বছরটা শুরু হয়েছিল তার ‘পেয়ারার সুবাস’ দিয়ে। ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল নুরুল আলম আতিকের এই ছবিটি। সেই  প্রত্যাশার জায়গা থেকে বছরের এই শেষ সময়েও এই অভিনেত্রী তার ভক্তদের আরও একটি মাস্টারপিস কাজ উপহার দিচ্ছেন। প্রেক্ষাগৃহে আজ শুক্রবার মুক্তি পাচ্ছে তার ‘নকশী কাঁথার জমিন’ সিনেমা। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার।
সিনেমাটি প্রসঙ্গে জয়া আগেই জানিয়েছেন, মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহেলা ও সালেহা তাদের এক জীবনের আখ্যানের নকশা তোলে নকশী কাঁথার জমিনে। বিজয়ের  মাসকে ঘিরে তাই আগামী ২৭ তারিখে মুক্তি পাচ্ছে আমাদের ‘নকশী কাঁথার জমিন’ চলচ্চিত্র। জয়ার প্রত্যাশা প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকরা সিনেমাটি দেখবেন এবং তাদের ভালোবাসা জানাবেন।
এ বছরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা এটি। নতুন সিনেমা ‘নকশী কাঁথার জমিন’ পরিচালনা করেছেন নির্মাতা আকরাম খান। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায়। এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। এ ছাড়াও সিনেমাটিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। তা ছাড়াও গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।
এরই মধ্যে কোন কোন সিনেপ্লেক্সে এটি প্রদর্শিত হবে তার তালিকা জানা  গেছে। জানা যায়, রাজধানীর বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার, (মিরপুর), স্টার সিনেপ্লক্সÑ বলি আর্কেড, (চট্টগ্রাম), লায়ন সিনেমাসÑ (কেরানীগঞ্জ), সিনেস্কোপÑ নারায়ণগঞ্জে এটি মুক্তি পাচ্ছে। এই তালিকা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

×