পাকিস্তানের প্রখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঞ্চে তার সুরের জাদুতে মুগ্ধ করেছেন দর্শক-শ্রোতাদের। সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর স্টেডিয়ামে বিপিএলের মঞ্চে গান পরিবেশন করেন তিনি। রাত ৯টায় মঞ্চে উঠে চিরপরিচিত ভঙ্গিতে দর্শকদের উদ্দেশে বলেন, “ভালোবাসা বাংলাদেশ। প্রথমবার বিপিএলে গাইতে পেরে আমি কৃতজ্ঞ। বিপিএলের সব দলের জন্য শুভকামনা।”
গানের শুরু হয় তার জনপ্রিয় ‘আল্লাহ হু’ দিয়ে। এরপর গেয়ে শোনান ‘সানু এক পাল চেইন’ এবং ‘খুদা অর মহব্বত’। তবে বিশেষ চমক ছিল বাংলা গান। রাহাত ফতেহ আলী খান ঘোষণা দেন, তিনি উপমহাদেশের কিংবদন্তি রুনা লায়লার সুরে এবং কবির বকুলের কথায় ‘ভালোবাসা আমার পর হয়েছে’ গানটি পরিবেশন করবেন। গানটি পরিবেশনের সময় স্টেডিয়ামজুড়ে করতালিতে মুখরিত হয়ে ওঠে। রাহাতের কণ্ঠে এই বাংলা গান শ্রোতাদের মুগ্ধ করে।
গানের শেষে রুনা লায়লার প্রতি তার বিশেষ শ্রদ্ধা ও অনুভূতি প্রকাশ করেন রাহাত। তিনি বলেন,“রুনা লায়লাজি অসাধারণ এক কিংবদন্তি। বাংলাদেশ ও পাকিস্তানে তার জনপ্রিয়তা তুঙ্গে। আমি তাকে গভীর শ্রদ্ধা করি। তার সুরে বাংলা গান গাইতে পেরে আমি গর্বিত। বাংলা উচ্চারণও তিনি শিখিয়ে দিয়েছেন। এটি আমার জীবনের একটি বিশেষ স্মৃতি।”
রুনা লায়লার সুর এবং রাজা কাশিফের সংগীতায়োজনে তৈরি গানটি পরিবেশন করে রাহাত ফতেহ আলী খান আরও একবার প্রমাণ করলেন, সুর ও সংগীতের কোনো ভৌগোলিক সীমা নেই।
রাসেল