ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নায়ক আমিন খানের জন্মদিন আজ

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৩, ২৩ ডিসেম্বর ২০২৪

নায়ক আমিন খানের জন্মদিন আজ

নন্দিত নায়ক আমিন খানের জন্মদিন আজ। তবে এবার তিনি সপরিবারে কক্সবাজারে জন্মদিন উদ্যাপন করবেন। তার স্ত্রী ও দুই পুত্র সন্তান আজ জন্মদিন উপলক্ষে কক্সবাজারে যাবেন বলে জানালেন আমিন খান। জন্মদিন প্রসঙ্গে আমিন খান বলেন, দিন যাচ্ছে বয়স বাড়ছে। যখন ভাবি এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় হয়তো একটু একটু করে কাছে চলে আসছে, তখন একটু মন খারাপ হয়। কিন্তু আমি সবসময় সময়টাকে উপভোগ করতেই ভালোবাসি। যে কারণে সেটা বছরের যে কোনো উদ্যাপনের সময় হোক তা আমি উপভোগ করার চেষ্টা করি। হ্যাঁ, এবারের জন্মদিনে আব্বা আম্মাকে কাছে পাব না, কিন্তু আমি জানি তারা আমার জন্য দোয়া করবেন। দর্শক-ভক্তদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন ভালো রাখেন।
আমিন খান এরই মধ্যে ওয়ালটনের কয়েকটি বিজ্ঞাপনে মডেল হয়ে বেশ সাড়া ফেলেছেন। নতুন নতুন বিজ্ঞাপনে তার নায়কোচিত উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছে।
১৯৯৩ সালের ১ অক্টোবর মোহাম্মদ হোসেন পরিচালিত সনি কথাচিত্র প্রযোজিত ‘অবুঝ দুটি মন’ ছবির অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক হয়। ‘অবুঝ দুটি মন’ মুক্তির আগেই আমিন খান বাদল খন্দকারের ‘দুনিয়ার বাদশা’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তার তৃতীয় চলচ্চিত্র এফআই মানিকের ‘বীর সন্তান’। প্রথম চলচ্চিত্রে তার নায়িকা ছিল চাঁদনী। মৌসুমীর বিপরীতে প্রথম আমিন খান ‘আম্মাজান’ চলচ্চিত্রে, শাবনূরের বিপরীতে দীলিপ সোমের ‘হৃদয় আমার’, পপির বিপরীতে একই পরিচালকের ‘তোমার জন্য ভালোবাসা’ এবং পূর্ণিমার বিপরীতে বাদশা ভাইয়ের ‘কাল্লু মামা’ চলচ্চিত্রে অভিনয় করেন। আমিন খান অভিনীত আলোচিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘তোমার আমার প্রেম’, ‘ঠেকাও মাস্তান’, ‘মুখোমুখি’, ‘ফুল নেব না অশ্রু নেব’, ‘হৃদয়ের বন্ধন’, ‘বিপদজনক’, ‘টোকাই থেকে হিরো’, ‘মরণকামড়’, ‘চাকরের প্রেম’, ‘বিরোধী দল’, ‘আজ গায়ে হলুদ’ ইত্যাদি। আমিন খানের বাবা লোকমান আলী খান ও মা আরজুদা খান।

×