রেদওয়ান রনি।
রেদওয়ান রনি ও সায়েদা আয়মানের প্রেমের সম্পর্ক সামনে আসতেই রনির পুরনো সব প্রেমের কেলেঙ্কারি একে একে সামনে আসতে শুরু করেছে। চরকীতে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে সম্পর্কে জড়িয়েছেন সাফা কবির, নাফিসা তুসির মত নায়িকাদের সাথে।
হোটেল রুমে থেকেছেন একটি নায়িকার সাথে টানা ১৫ দিন।
রেদওয়ান রনি ওটিপি প্লাটফর্ম চরকির সিইও পদ ব্যবহার করে নানান অপকর্মে জড়িয়ে আছেন বলে জানা গেছে। বিভিন্ন নায়িকাদের চরকির কন্টেন্টের নায়িকা বানানোর প্রলোভ দেখিয়ে তাদের সাথে প্রেমের সু-সম্পর্ক গড়েন। তারপর, এক পর্যায়ে গিয়ে অনৈতিক সম্পর্কে জড়ান ওইসব নায়িকাদের সাথে। এর আগেও একাধিক প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল এই পরিচালকের বিরুদ্ধে।
"আইসক্রিম" সিনেমা পরিচালনা করতে গিয়ে নায়িকা নাফিসা তূসির প্রেমে পড়েছিলেন রেদওয়ান রনি। সে সময়ে প্রেমের কারণে প্রথম স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদ হয় এই পরিচালকের। তূসির সঙ্গে প্রেম ভেঙ্গে গেলে ফের সাফা কবিরের সাথে প্রেমের গুঞ্জন ওঠে তার। এরপর, উপস্থাপিকা অভিনেত্রী নীল হুরে জাহানের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এমনকি, এক সফরসঙ্গী নায়িকার ভাষ্যমতে, অভিনেত্রী নীল হুরে জাহান ও রেদওয়ান রনি যুক্তরাষ্ট্রের একটি হোটেলে একই রুমে ১৫ দিন কাটিয়েছেন।
জানা যায়, হুরে জাহানের সাথে সম্পর্কে থাকা অবস্থায় আরেক নায়িকার সাথে সম্পর্কে জড়িয়ে হাতেনাতে ধরা পড়েন রনি। এরপর, অভিনেত্রী হুরে জাহান আত্মহত্যা করতে গেলে তার সহকর্মীদের আপ্রাণ চেষ্টায় তিনি শান্ত হন। একপর্যায়ে চরকি থেকে চাকরি ছেড়ে দেন নীল হুরে জাহান।
এছাড়াও শোনা যায়, চরকির পদ ব্যবহার করে নানা খাতে দূর্নীতি করে আসছে রেদওয়ান রনি।
রিয়াদ